কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১৪:০০

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই দেশে ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে নির্মাণ সেক্টরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাতে শ্রমিকসহ সাধারণ মানুষের হতাহতের ঘটনাও ঘটছে। কিন্তু তদারকির সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোনও ব্যবস্থা নিচ্ছে না। নেই কোনও নজরদারি। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে তাদের কার্যক্রম মালিকপক্ষের সঙ্গে চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এ সেক্টরের সঙ্গে জড়িত নির্মাণ শ্রমিক ও সাধারণ পথচারীরা। তারা বলছেন, সরকার ও মালিকপক্ষের চরম অবহেলার কারণে এমন ঘটনাগুলো ঘটছে।

গত ১৭ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে এক নারী নিহত হন। সে ঘটনায় ওই নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে এখনও কোনও মামলা করা হয়নি। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করা অবস্থায় মাচা ভেঙে ৩ জন শ্রমিক নিহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও