You have reached your daily news limit

Please log in to continue


‘যুবতী রাধে’ গান–বিতর্ক: এবার মুখ খুললেন চঞ্চল

পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে নতুন করে তৈরি ‘যুবতী রাধে’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গান নতুন করে গেয়ে প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। কিন্তু সরলপুর নামের একটি ব্যান্ড এই গানের কপিরাইট তাদের দাবি করার পরই শুরু হয় জটিলতা। আপত্তির মুখে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে হয়েছে চঞ্চল ও শাওনের গাওয়া গানটি। সরলপুর ব্যান্ড সদস্যদের এমন আচরণে কষ্ট পেয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল জানালেন, গান নিয়ে এই ধরনের জটিলতা একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ‘আমাদের লোকগানের পদরচয়িতা কে বা কারা, তা জানা যায় না। লোকমুখে শুনতে শুনতে একটা পর্যায়ে এসেছে। ঐতিহ্যবাহী পদগুলো আমাদের সংস্কৃতির বিশাল শক্তি। এটাকে আমাদের রক্ষা করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন