‘সাকিবের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করবেন না’

ডেইলি বাংলাদেশ বিসিবি কার্যালয় প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২০:০৮

বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যপারে সবাইকে ধৈর্য্যশীল হবার আহ্বান জানিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে ক্রিকেটে ফেরার পর তার কাছ থেকে অলৌকিক কিছু প্রত্যাশা না করার আহ্বান ও জানান তিনি।
অতীতে মাঠে ফেরার পর সাকিবের কাছ থেকে ক্রিকেটপ্রেমিদের প্রত্যাশা অনেক বেশি দেখা গেছে। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। এক বছর পর মাঠে ফিরছেন সাকিব। তাই ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে তাকে।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, সাকিব অন্যান্য ক্রিকেটারের মতই, তাকে মানিয়ে নিতে কিছু ক্রিকেট খেলতে হবে। কিন্তু আপনি যদি, তার কাছ থেকে শুরুতেই প্রত্যাশা করেন এবং অলৌকিক পারফরমেন্স আশা করেন তবে আপনাকে ধৈর্য্য ধরতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও