‘বন্যায় ধান-সবজি দুটোই গেছে’
‘চার মাসের মধ্যে চারবার বীজ থেকে চারা তুলে ক্ষেতে লাগাই ছিলাম। চারবারই বানের পানিতে ডুবে নষ্ট হয়েছে। এখন ধার-দেনা করে আবার জমিতে সবজি লাগাইছি। গেলবার এমন সময় ক্ষেত থেকে সবজি তুলে বাজারে বিক্রি করছি। এবার চারা গাছে ফুল ধরছে ফল ধরেনি। বন্যার কারণে আমাদের ধান ও সবজি দুটোই নষ্ট হয়ে গেছে।
’– এভাবেই বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের সবজি চাষি সাফিয়া খাতুন বন্যার ক্ষয়ক্ষতির কথা বলছিলেন।একই অবস্থা রোজিনা বেগম, রিনা বেগমের। তারা বলেন, ‘হুনছি সরকার বীজ দিছে, কিন্তু কই দিছে, কারে দিছে, কে পাইছে আমরা কিছু জানি না।