You have reached your daily news limit

Please log in to continue


'কেলা কই আছ, আমার হাছান-হোছেনরে আইন্যা দেও'

নেত্রকোণার বারহাট্টায় একসঙ্গে দুই ছেলেকে হারানো মালেকার (৫০) কান্না থামছেই না। রবিবার ভোররাতে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়। মৃতরা হচ্ছেন- উপজেলার স্বল্প-দশাল গ্রামের কুরবান আলীর ছেলে মোখলেছ (২৮), আব্দুল হেকিমের দুই ছেলে রিপন (২৪) ও স্বপন (২২)। মালেকা মৃত রিপন ও স্বপনের মা। দুই ছেলের মৃত্যুর শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন মালেকা বেগম। জ্ঞান ফিরে আসতেই শুরু করেন আহাজারী। রিপন ও স্বপনকে তিনি ডাকছেন, হাছান ও হোছেন নামে। তিনি বলছেন, 'হাছান-হোছেন কই রে, আমারে থুইয়া গেলারে, আমার অসুখ অইলে কইতো মা’ তুমি মরবা না, মইর‌্যা গেলে কেলা দেখব আমরারে, অহন তোরাই ছাইড়্যা গেলে আমারে, কেলা কই আছ,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন