হেমন্তের আবাহনে কার্তিকের সূচনা

বার্তা২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৯:২৮

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় হামলার ভীতিকর ডামাডোলে ১৪২৭ বঙ্গাব্দ তথা ২০২০ সালে চুপি চুপি কার্তিক মাসের সূচনা হলো প্রকৃতিতে বিষন্নতার ঋতু হেমন্তের আবাহনে। হেমন্ত আসে আর যায় নিভৃতিতে। ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ বলে উল্লাস নেই হেমন্তের। আছে বিষন্নতার ছোঁয়া আর একাকীত্বের গুঞ্জরিত ধ্বনি।

বাংলা দিনপঞ্জিতে কার্তিক আর অগ্রহায়ণ দু’টি মাস পেলেও হেমন্ত বড়ই নিশ্চুপ আর সংক্ষিপ্ত ঋতু। শুরুটা মিশে থাকে শরতের উষ্ণ-উজ্জ্বলতায়। শেষটা চলে যায় শীতের শরীরে। ষড়ঋতুর বাংলাদেশে হেমন্তকে টের পাওয়া যায় খুবই সংক্ষিপ্ততম পরিসরে। মানুষ ও প্রকৃতিকে আলগোছে ছুঁয়ে দিয়ে হেমন্ত আসে, আবার চলেও যায় আসন্ন শীতের অতল ঋতুতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও