‘মেধাবী ফুটবলার ঝরে পড়বে না ’

সংবাদ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২১:০০

বাংলাদেশের ফুটবলের সবচেয়ে আলোচিত শব্দ ‘ডেভলপমেন্ট’। ক্লাব ও ফেডারেশনের মধ্যে ডেভলপমেন্ট নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। তবে বাফুফের নব-নির্বাচিত কমিটির ডেভলপমেন্টের দায়িত্ব পাওয়া সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিকের মন্তব্য, ‘বিগত সময়ের বিশ্লেষণে না গিয়ে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে ডেভলপমেন্ট কমিটি কাজ করবে। আগামী চার বছর পর ডেভলপমেন্ট কমিটি বাংলাদেশের ফুটবলে বিশেষ অবস্থায় রাখতে পারবে সেই লক্ষ্যে কাজ শুরু করবে।’ ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন গত দুই মেয়াদে বাদল রায়। আর সর্বশেষ দুই বছর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন নিজেই। এই দুই হেভিওয়েটের স্থলাষিভিক্ত হয়েছেন ফুটবলাঙ্গনের নতুন মুখ মানিক। নতুন হলেও আত্মবিশ্বাসী এই সংগঠক, ‘ফুটবল উন্নয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই আমার ডেভলপমেন্ট কমিটি হবে। বাংলাদেশের ফুটবল উন্নয়নে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো দূর করে আমরা ফুটবলকে এগিয়ে নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও