
পিএসএলে আবার ঝলক দেখিয়ে উইকেট শিকারে সবার উপরে রিশাদ
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৩
পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের এই লেগ স্পিনার আবারও পেয়েছেন ৩ উইকেট। এবার রান দিয়েছেন আরও কম। তার দল লাহোর করাচি কিংসের বিপক্ষে তাতে পেয়েছে বড় জয়।
করাচি জাতীয় স্টেডিয়ামে ফখর জামান ও ড্যারেল মিচেলের ফিফটিতে আগে ব্যাট করে ২০১ রান করে লাহোর। বড় লক্ষ্য তাড়ায় রিশাদদের সামনে ধসে যায় করাচি। মাত্র ১৩৬ রানে অলআউট হয় তারা। লাহোরের সবচেয়ে সফল বোলার বাংলাদেশের তারকা রিশাদ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। এতে করে দুই ম্যাচেই ৬ উইকেট হয়ে গেল তার। আপাতত তিনি পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারীও।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ
- পিসিএল
- রিশাদ হোসেন