You have reached your daily news limit

Please log in to continue


ঢাবি ছাত্রীকে হুমকির প্রমাণ পাওয়া গেছে, দাবি পুলিশের

পুলিশ বলেছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর চরিত্র হননের হুমকি দেয়া হয়েছিল৷ তাদের দাবি, মেয়েটির বিরুদ্ধে কুৎসা রটাতে তিনজনকে কাজেও লাগানো হয়৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে৷ একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সামাজিক গণমাধ্যমে ছাত্রীর চরিত্র হননের হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তরের সেই ছাত্রী নূরদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে দুই দফায় ধর্ষণের অভিযোগ করেন৷ পরে এ নিয়ে নূরসহ সংগঠনটির কয়েকজন সদস্যের কাছে বিচার চাইতে গেলে তারা তার চরিত্র হনন করার হুমকি দেন বলে ছাত্রী অভিযোগ করেন৷ ঐ ডিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘‘বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ফেইসবুকে তাদের ১.২ মিলিয়ন সদস্য রয়েছে এবং একটা লাইভ করলে তার সব মান-সম্মান চলে যাবে বলে মেয়েটিকে হুমকি দেওয়া হয়৷'' ছাত্রীর অভিযোগের পর নূরের সহযোগী সাইফুল ইসলাম ও নাজমুল হুদাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ৷ রিমান্ড শেষে তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়৷ আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন