জেমসের গান গাইলেন অর্ণব

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৭:৩৩

১৯৯৫ সালের কথা। কবি শামসুর রহমানের অনুমতি নিয়ে ‘উত্তর’ কবিতা অবলম্বনে নিজের ব্যান্ড ফিলিংসের ‘নগরবাউল’ অ্যালবামের জন্য জেমস গেয়েছিলেন ‘তারায় তারায়’। প্রকাশের পরপরই সাড়া ফেলে এটি। ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো’ তখন পাড়া-মহল্লায়, শহরের অলিতে-গলিতে, এমনকি গ্রাম-গঞ্জে সববয়সী শ্রোতার মুখে ছড়িয়ে পড়ে। ২০ বছর পেরিয়েও ‘তারায় তারায়’ গানটি সমান জনপ্রিয়।

সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও