কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্মকে কটাক্ষের দায়ে শরণংকর ভিক্ষুর গ্রেপ্তার দাবি

ইত্তেফাক বায়তুল মোকাররম মসজিদ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৭:২৬

আল্লাহ ও রাসুলকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মবিদ্বেষী প্রচার, বলপ্রয়োগে শ্মশানঘাট ও বনভূমি দখলের দায়ে চট্টগ্রামের কথিত ভিক্ষু শরণংকরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দেশের আলেম-ওলামাবৃন্দ।

শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে বাংলাদেশ সংগ্রামী ওলামা পরিষদ আয়োজিত সমাবেশ ও মিছিলে শরণংকরের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা।

জিপিওর মোড়ে এসে মিছিলটি সমাবেশে পরিণত হলে সেখানে সংগ্রামী ওলামা পরিষদ সমন্বয়ক ও ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ভণ্ড সাধু শরণংকর শুধু ইসলামেরই শত্রু নয়, লোভ চরিতার্থ করতে তিনি সেখানকার শ্মশানঘাটও দখল করেছে। সংরক্ষিত বনভূমির পঞ্চাশ একর জায়গা বৌদ্ধ বিহারের নামে সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে সে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার কাজে ব্যবহার করছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বৌদ্ধ ধর্মগুরুরাও।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও