ইসলাম নিয়ে কটূক্তি, যুবকের কারাদণ্ড

এনটিভি হাইকোর্ট প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২১:১০

ইসলাম নিয়ে কটূক্তির দায়ে পিরোজপুরের এক দর্জিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন দে। পিপি বলেন, আজ রায় ঘোষণার আগে আসামি সুজনকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। এজাহার থেকে জানা গেছে, সুজন দে পিরোজপুরের দর্জির দোকানে কাজ করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও