বন্ধ ট্রেন, ভয়ঙ্কর বিদ্যুৎ বিপর্যয়ে স্তব্ধ দেশের বাণিজ্যনগরী
বিদ্যুৎহীন মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। যার জেরে সোমবার সকালে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ মুম্বইবাসী। সে শহরের ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের তরফে জানানো হয়েছে, টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়।
মুম্বই, ঠাণে, নবি মুম্বই ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকা সোমবার সকাল থেকে বিদ্যুৎহীন। এ নিয়ে বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর তরফে জানানো হয়েছে, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই পাওয়ার কাট।
মহারাষ্ট্রের বিদ্যুৎ দফতরের মন্ত্রী নিতিন রাউত বলেছেন, ‘‘কালভা-পাডঘা সার্কিট-২ এ যান্ত্রিক গোলযোগের জন্য ঠাণে ও মুম্বইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের কর্মীরা কাজ করছে। আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.