ইরানে বিক্ষোভ : ‘জনশৃঙ্খলা বিঘ্নিত করায়’ গ্রেপ্তার ৩০
জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
গতকাল বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযোনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।
এদিকে দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য আছেন। এছাড়া আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা কিংবা বাসিজের সদস্য। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্রেফতার
- বিক্ষোভকারী