তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার সি চিন পিংয়ের

প্রথম আলো প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে আবার একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল বুধবার খ্রিষ্টীয় নববর্ষের শুরুতে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।


চীনের প্রেসিডেন্ট সি এমন এক সময় এ অঙ্গীকার করলেন, যার এক দিন আগে তাইওয়ানের চারপাশে দুই দিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া শেষ করেছে চীন।


সি চিন পিং তাঁর ভাষণে বলেন, ‘আমাদের মাতৃভূমিকে একীভূত করা এখন সময়ের দাবি, যা কোনোভাবেই থামানো যাবে না।’


চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহারের হুমকি দিয়ে আসছে দেশটি। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকাও নিজের বলে দাবি করে চীন। এ নিয়ে আশপাশের ছোট দেশগুলোর সঙ্গে তার বিরোধ দীর্ঘদিনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও