কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রাহ্মণবাড়িয়ায় পদ্মা লাইফ কার্যালয় ঘেরাও, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

কালের কণ্ঠ ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পদ্মা লাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে দরিদ্র ঋষি সম্প্রদায়ের গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বছরের পর বছর বিমার টাকা (প্রিমিয়াম) জমা দিয়ে মেয়াদ শেষে টাকা তুলতে গিয়ে টাকা ফেরত পাচ্ছেন না তাঁরা। এ অবস্থায় নিজেদের টাকা ফেরত পেতে উপজেলার আদালত সড়কে অবস্থিত পদ্মা লাইফ ইন্সুরেন্স কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ হরিজন সম্প্রদায়ের লোকজন।

এর আগে টাকা ফেরত পাওয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর পৌরসভার মেয়রের কাছে যান তাঁরা। এসময় মেয়র শিব শংকর দাস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জানা যায়, নবীনগর পৌরসভার ভোলাচং ঋষিপাড়ায় বসবাসকারী দরিদ্র ঋষি সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ কয়েক বছর ধরে স্থানীয় পদ্মা লাইফ ইন্সুরেন্সে মাসিক ২০০ টাকা (প্রিমিয়াম) করে জমা দিতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও