তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাঙালির ‘ডিএনএতে’ উদ্যোক্তা হওয়ার উপাদান আছে বলেই গ্রাম এবং শহরের তরুণ উদ্যোক্তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে। রোববার ভার্চুয়াল মাধ্যমে ফাউন্ডার্স ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত স্টার্টআপ এক্সিলারেটর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে দেশে তথ্যপ্রযুক্তি খাতে সঠিক অবকাঠামো গড়ে উঠার কারণেই শত শত স্টার্টআপ ও তরুণ স্বপ্ন পূরণে অনুপ্রেরণা পাচ্ছে। সরকার দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
পলক বলেন, “বাঙালির ডিএনএতে আছে উদ্যোক্তা হওয়ার উপাদান। আর সে কারণেই গ্রামের মা-বোনেরা ঘরে তৈরি এক বয়াম আচার অনলাইনে বিক্রি শুরু করেছে। অপরদিকে শহরের তরুণ উদ্যোক্তারা ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ব্লকচেইনের মতো প্রযুক্তি নিয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.