ধ্বংস হয়ে যাচ্ছে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি
বাংলার ঐতিহ্য আর পূরাকীর্তির নিদর্শনে ভরা একটি জনপদ গোপালগঞ্জ। শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে স্বগর্বে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জ। পূরাকীর্তির নিদর্শনে ভরা একটি প্রাচীন জনপদ। পুরানো সেসব অনেক নিদর্শনই এখন আর নেই, অযত্ন আর অবহেলায় জীর্ণ-শীর্ণ জঙলাবৃত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবন দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। জমিদার বাড়ির বেশিরভাগ জায়গা দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে উলপুর জমিদার বাড়ি।
গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে উলপুর গ্রামে প্রাচীন বাংলার শৌর্যবীর্য এবং আভিজাত্যের সাক্ষী উলপুর জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়িটি এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান।