কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে জাপান

ডেইলি বাংলাদেশ জাপান দূতাবাস, ঢাকা প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৯:৩১

বাংলাদেশের উন্নয়নের জন্য জাপান সমর্থন অব্যাহত রাখবে। কারণ এটি বঙ্গোপসাগর এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য সরাসরি সহায়ক। রোববার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর এক বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় এসব কথা বলেন তিনি।

জাপানের রাষ্ট্রদূত বলেন, এই বছরের মার্চ থেকে করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক কার্যক্রম এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রেগুলোতে আমাদের যৌথ কার্যক্রমে প্রভাব ফেলেছে। এই মহাদুর্যোগের সময়েও জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে।

ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে, আমি উল্লেখ করে আনন্দিত যে বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টিরও বেশি জাপানি সংস্থা কাজ করছে। গত ১০ বছরে এই সংখ্যা তিনগুণ বেড়েছে। জাপানের সরাসরি বিনিয়োগও গত ৮ বছরে দ্বিগুণ হয়েছে। আমি জাপান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ আরো জোরদার করে ব্যবসায়িক পরিবেশ উন্নতির জন্য কাজ করতে উৎসুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও