
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: পিবিআইকে ঘটনাস্থল দেখালো তিন আসামি
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলার তিন আসামী বাদল, কালাম ও সাজুকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান তারা। পিবিআই কর্মকর্তারা ওই বাড়িতে ২০ মিনিটের মতো অবস্থান করেন।
তারা নির্যাতনের ঘটনাস্থল ও আশপাশ ঘুরে দেখেন। এ সময় তারা কারও সঙ্গে কথা বলেননি।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে দুটি মামলা গ্রহণ করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে