ময়মনসিংহে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনোয়ার বেগম এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার বেগম বলেন, ১লা অক্টোবর তার ৭ বছরের ছেলে সাজ্জাদের এপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে নগরীর চরপাড়ার ব্রাহ্মপল্লী এলাকার রেজিয়া ক্লিনিকের মালিক হাসানুজ্জামান তার ক্লিনিকে দ্রুত ভর্তি হওয়ার পরামর্শ দেন।
“ভর্তি হওয়ার পর ওই রাতেই অপারেশন করতে হবে বলেন ক্লিনিক মালিক হাসানুজ্জামান ও তার স্ত্রী হাসপাতালের পরিচালক সাবিনা ইয়াসমিন।”
তিনি জানান, পরে অপারেশন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডিসি বর্মণ এবং এনেসথেশিয়ায় ছিলেন ডা. টিকে সাহা এবং ডা. প্রীতি রঞ্জন রায়।