![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/08/163314mishal_kuwet.jpg)
কুয়েতের নতুন যুবরাজ শেখ মিসালের শপথ গ্রহণ
কুয়েতের নবনিযুক্ত যুবরাজ হিসেবে শপথ গ্রহণ করেছেন শেখ মিসাল আল আহমদ আল জাবের আল সাবাহ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুয়েতের নতুন যুবরাজ হিসেবে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মিসালের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট প্রদান করেন কুয়েতের সংসদ সদস্যরা। এরপ যুবরাজ হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। কুয়েতের বার্তা সংস্থা কুনি এ খবর নিশ্চিত করে।
এর আগে গতকাল বুধবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল সাবাহ যুবরাজের নাম ঘোষণা দেন।