অসমতায় শিক্ষা লাভেও বৈষম্য
প্রথম আলো
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৬:০০
ধনী দেশের শিশুরা উন্নয়নশীল দেশের শিশুদের তুলনায় ভালো শিক্ষা পায়। আর ভালো শিক্ষা যারা পায়, ভবিষ্যতে কর্মী হিসেবেও তারা বেশি উৎপাদনশীল হয়। ফলাফল হচ্ছে—ধনী দেশের এই ভালো শিক্ষা পাওয়া ছাত্রদের কল্যাণে ধনী দেশগুলো আরও ধনী হচ্ছে।
পরিবার বা দেশের আয় গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু আয়ের ওপরই ব্যাপারটা নির্ভর করে না, ভালো শিক্ষা পাওয়ার বেলায় অসমতার মাত্রা বড় ভূমিকা পালন করে।