১৬ ডিসেম্বরেই এনইআইআর, অবৈধ ফোন বেচা যাবে মার্চ পর্যন্ত: অসন্তুষ্ট ব্যবসায়ীদের বিক্ষোভ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ২১:০১

মোবাইল ফোনের গ্রে মার্কেটের ব্যবসায়ীসহ সব পক্ষের সঙ্গে বৈঠক করে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আসছে ১৬ ডিসেম্বর থেকেই কার্যকর হবে মোবাইল ফোন হ্যান্ডসেটের নিবন্ধন বা এনইআইআর।


তবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ফোনগুলো আগামী মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে, এই সময়ের পরে আর কোন অবৈধ ফোনকে নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না।


সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সোনারগাঁও হোটেল ক্রসিং আটকে বিক্ষোভ করেন গ্রে মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের’ (এমবিসিবি) সদস্যরা।


বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বহুপক্ষীয় ওই সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগাযোগ সচিব আব্দুন নাসের খান। সভায় এমবিসিবির শীর্ষ নেতারা ছাড়াও দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের সংগঠন মোবাইলফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) শীর্ষ নেতারা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক উপস্থিত ছিলেন।


বৈঠকের পর এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ফোনগুলো বিক্রির জন্য মার্চ পর্যন্ত সময় দিছে।”


আরও কিছু দাবি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি এখন আন্দোলনের মধ্যে আছি। পরে কথা বলব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও