![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/16990/production/_114806529_p08tjstt.jpg)
ভ্রাম্যমাণ ভ্যানে করে সংগ্রহ হচ্ছে কোভিড আক্রান্তদের নমুনা - BBC News বাংলা
চট্টগ্রাম শহরে একটু দাতব্য প্রতিষ্ঠান নিম্নআয়ের লোকদের করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষায় উৎসাহী করতে ভ্রাম্যমাণ ভ্যানের ব্যবস্থা করেছে।
চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকলে চট্টগ্রামের যে কোন সরকারি ডিসপেনসারিতে গিয়ে নমুনা জমা দিতে পারবেন, স্বল্প আয়ের লোকেরা পাবেন বিনামূল্যে সেবা।