বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা দাবি শীর্ষ মার্কিন বিশেষজ্ঞদের
বাতাসের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) এ নিয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
সিডিসির নির্দেশিকায় বলা হয়, বদ্ধ জায়গায় ভারী শ্বাস-প্রশ্বাস নেওয়ার মত কাজ যেমন যেমন গান গাওয়া, শরীর চর্চা ইত্যাদি ভাইরাস বহনকারী কণা তৈরি করতে পারে।