![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fboat-20201004215049.jpg)
সাগরে নৌকাডুবি : ৩৪ জেলের মধ্যে ২৯ জন উদ্ধার
বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৪ জেলের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। ধারণা করা হচ্ছে তারা কেউ বেঁচে নেই।
রোববার রাত সোয়া ৯টায় জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। জানা গেছে, শনিবার রাতে উপজেলার ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।
আজ সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। প্রাথমিকভাবে ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।
সাগরে নিখোঁজ ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ জাগো নিউজকে মুঠোফোনে বলেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে যায় ছগির মাঝির ফিশিং বোট। আজ সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাগরে নিখোঁজ
- নৌকাডুবি
- জেলে উদ্ধার