ব্রাহ্মণবাড়িয়ায় চাল (আতপ ও সিদ্ধ) সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৪২ শতাংশ চাল সংগ্রহ করা হয়েছে। এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সরবরাহ করতে না পারায় জেলার ১৬টি চাতাল মিলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জেলা খাদ্য বিভাগ জেলায় ৪০ হাজার ৯৯৫ টন সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের জন্য জেলার ৩১৬টি চাতাল মিলের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী গত ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়। গত ৩১ আগস্ট পর্যন্ত চলে চাল সংগ্রহ অভিযান। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় চাল সংগ্রহের মেয়াদ বাড়ানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.