![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F04%252F28%252Fb25c47841c72b64993fc92adf19a0087-5ea7f5ec31cde.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অর্থাভাবে ওষুধ কিনতে পারছেন না কাঙালিনী সুফিয়া
১৩ দিন ধরে সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়ার ঘরে ওষুধ নেই। টাকার অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না তিনি। ফলে দিন দিন শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তাঁর শরীরে বাসা বাঁধা রোগগুলো আবারও বাড়তে শুরু করেছে।
শারীরিক ও মানসিকভাবে দুশ্চিন্তায় দিন কাটছে এই প্রবীণ গায়িকার। চিকিৎসকেরা বলেছেন, প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তাঁকে। তা-ও অর্থের জন্য সম্ভব হচ্ছে না।