You have reached your daily news limit

Please log in to continue


যশোরে দিনে-দুপুরে থানার পাশে বোমা ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

যশোরে দিনে-দুপুরে থানার পাশে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় লুন্ঠিত ২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাকু, ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন টিপু, সাইদ, বিল্লাল, রায়হান ও ইমদাদুল। তাদের বাড়ি যশোর শহরের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, সিসি টিভি ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এঘটনায় জড়িত অন্যদের আটক অভিযান অব্যহত আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন