![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/30/og/220534_bangladesh_pratidin_185759_bangladesh_pratidin_kupie-hotta.jpg)
হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বদেশী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ সিদ্দকী ইরাদের বিরুদ্ধে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই বালু ব্যবসায়ীর নাম কাদির মন্ডল (৬৫)।
বুধবার বিকালে ওই ইউনিয়নের গাজীপুর নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিকাল ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তর্ক-বিতর্কের জের ধরেই বৃদ্ধ বালু ব্যবসায়ীকে খুন করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ডে অংশ নেয় বলে আমরা জানতে পেরেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।