জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থটি বিজ্ঞানমনস্ক ও তথ্য-প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ‘দাবায়ে রাখতে পারবা না’ উক্তি সবার চিন্তা, মনন ও প্রেরণায় ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে অদম্য বাংলাদেশ,এটাই আজকের প্রত্যয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন লিখিত ‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘অদম্য বাংলাদেশ গ্রন্থটি আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সহায়তা করবে। এছাড়া যে কোনও সংকট উত্তরণ করে জাতীয় ঐক্য ও দেশপ্রেমে সম্ভাবনাময় বাংলাদেশকে অদম্য গতিতে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.