চালকের সঙ্গে লাইসন্সেসহ কোনো কাগজ রাখতে হবে না ভারতে
মোটর গাড়ি সংক্রান্ত নিয়ম সংশোধন করছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ১ অক্টোবর থেকে গাড়ির চালককে আর নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হবে না ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্সুরেন্স ও দূষণ সংক্রান্ত বিষয়ের জরুরী কাগজপত্র।
তবে এজন্য চালককে অবশ্যই ভারতের কেন্দ্রীয় সরকারের পোর্টাল দিগি লকার বা এম-পরিবহণ এ যুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য নথিপত্র। তা না হলে গাড়িতে রাখতে হবে হার্ড কপি।