বন্ধ পাটকল, দুনিয়াজোড়া রাষ্ট্রীয় কোম্পানি ও বাংলাদেশ
দেশে ২৫টি সরকারি পাটকল বন্ধ হয়ে গেল। প্রশ্ন উঠেছে, লোকসানি মিল চালু থাকবে কেন? প্রশ্ন উঠেছে, রাষ্ট্র রাস্তা বানাবে, হাসপাতাল বানাবে, কিন্তু রাষ্ট্র ব্যবসা করবে কেন? রাষ্ট্র লোকসানি খাতের দায় নেবে কেন? বরং পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হোক।ব্যক্তিমালিকানায় ছেড়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? বেসরকারি খাত মানেই লাভজনক আর রাষ্ট্রীয় মালিকানাধীন সবকিছুই লোকসানি? অথচ দেশে দেশে রাষ্ট্রের ব্যবসা করার নজির তো বেড়েই চলেছে!