ধর্ষণ মামলা: যেখানে বিচার ব্যবস্থা প্রায় অকার্যকর
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩
বাংলাদেশে এখন প্রতিদিন গড়ে কমপক্ষে চারটি ধর্ষণের ঘটনা ঘটছে৷ অথচ ধর্ষণের শতকরা মাত্র তিন ভাগ মামলার অপরাধীরা শাস্তি পায়৷ বিশ্লেষকরা মনে করেন, ধর্ষণের ক্ষেত্রে ফৌজদারি বিচার ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর৷
বাংলাদেশে মানবাধিবার সংস্থাগুলো থেকে ধর্ষণের যে পরিসংখ্যান পাওয়া যায় সেগুলো করা হয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে৷ তাই মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর পরিচালক নিনা গোস্বামী বলেন, " থানায় মামলা হলেও সব ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমে আসেেনা৷ আবার অনেক ঘটনায় মামলাই হয় না৷ আমাদের কাছেও অনেকে আইনি সহায়তার জন্য আসেন৷ ফলে সব মিলিয়ে বাস্তবে ধর্ষণের ঘটনা দ্বিগুণের কম হবে না৷”