You have reached your daily news limit

Please log in to continue


বাবাকে অপমানের জবাব আনুশকাকে দিলেন রোহন গাভাস্কার

চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির ব্যর্থতার বিশ্লেষণ করতে গিয়ে তার স্ত্রী আনুশকা শর্মাকে টেনে আনেন সুনীল গাভাস্কার। কোহলি এবং আনুশকাকে নিয়ে গাভাস্কারের অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গাভাস্কারের কঠোর সমালোচনা করেন আনুশকা। এরপর আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেন গাভাস্কার। কিন্তু তাতেও কাজ হয়নি। এবার বাবার অপমানের জবাব দিতে আসরে নামলেন সুনীল পুত্র রোহন গাভাস্কার। নিজের টুইটারে রোহন গাভাস্কার একটি ছবি পোস্ট করেছেন। যাতে একটি ধাঁধা লেখা আছে। ছবিটিতে লেখা আছে, 'I love cholocate'. আচমকা দেখলে মনে হতেই পারে 'I love chocolate'! এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে শুধু একজনকে দেখে কোনো কিছু বিচার করা ঠিক নয়। গোটা বিষয়টি শুনে তারপর বিচার করে মন্তব্য করা উচিত। এই টুইটের মাধ্যমে প্রকৃতপক্ষে আনুশকা শর্মাকেই আক্রমণ করেছেন রোহন গাভাস্কার।র ব্যর্থতার বিশ্লেষণ করতে গিয়ে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন