বিকেল থেকে রাত পর্যন্ত একে একে বন্ধ হলো আট বাল্যবিবাহ

প্রথম আলো সিরাজগঞ্জ প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৭

সিরাজগঞ্জের বেলকুচিতে একই দিনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে আট ছাত্রী। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিয়েগুলো বন্ধ করা হয়।

ইউএনও আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। আটটি বাল্যবিবাহের ছয়টিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও দুটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ছিল। এ কারণে আইন মেনে বাল্যবিবাহগুলো বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও