You have reached your daily news limit

Please log in to continue


সুয়ারেজকে ছাড়া মেসিরা খেলতে পারেন যেভাবে...

গতকাল শেষ হলো লুইস সুয়ারেজের বার্সা-ক্যারিয়ার। যবনিকা ঘটল এক অধ্যায়ের। লুইস এনরিকে থেকে শুরু করে আর্নেস্তো ভালভার্দে, কিকে সেতিয়েন—বার্সার কোচ যাঁরাই হয়েছেন, মূল একাদশে কে কে খেলবেন সে তালিকা করতে বসলে আক্রমণভাগে মেসির পাশে সুয়ারেজের নামটাই লিখে গেছেন এত দিন ধরে। সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে নতুন কোচ রোনাল্ড কোমান যাবেন না, আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। সুয়ারেজের বিদায় সেই কারণেই। এর মধ্যে লিগ প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। সেখানে দিয়েগো কস্তা, জোয়াও ফেলিক্সের সঙ্গে সফল একটা আক্রমণভাগ গড়বেন, লিগ জয়ের ক্ষেত্রে সাহায্য করবেন—আতলেতিকো ভক্তদের আশা সেটাই। কিন্তু বার্সেলোনার কী হবে? সুয়ারেজহীন বার্সার আক্রমণভাগ কীভাবে সাজাবেন নতুন কোচ কোমান? বাকি দলের কৌশলই বা কেমন হবে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন