আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২০০০ রানের মালিক হলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার দুবাইয়ে ত্রয়োদশ আইপিএলের দ্বিতীয় ম্যাচে এই অনন্য নজির গড়লেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০০ রানের গণ্ডি পেরোনোর পথে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আট বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রাহুল।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২০০০ রানের নজির ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ২০১২ আইপিএল মৌসুমে ৬৩ ইনিংসে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। সেই নজির ভেঙে আইপিএলে এদিন ৬০ ইনিংসে ২ হাজার রানের গণ্ডি ছুঁলেন রাহুল। দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই মাইলস্টোনে পৌঁছালেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.