ভুটানের জালে ১২ গোল দিল বাংলাদেশ

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:০৯

পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২–০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের জয়ে মুঙ্কি আক্তার একাই করেছেন চার গোল, হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তৃষ্ণা রানী সরকারও।


শনিবার নেপালের পোখরায় ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে শুরুতে কিছুটা সময় নেয় তারা। ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙেন মামনি চাকমা; তাঁর নেওয়া বাঁ পায়ের বাঁকানো কর্নার কিক সরাসরি জালে জড়ালে লিড পায় বাংলাদেশ।


৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা রানী সরকার। ডান প্রান্ত থেকে সৌরভী আকন্দ প্রীতির ক্রস মামনি নাগালে না পেলেও তৃষ্ণা ভুল করেননি। এর এক মিনিট পরেই বক্সের বাঁ দিক থেকে ভুটানি গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ৩-০ করেন মুঙ্কি আক্তার। প্রথমার্ধের যোগ করা সময়ে পূজা দাসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে নিয়ে যান মুঙ্কি।


দ্বিতীয়ার্ধেও আক্রমণের তোড় বজায় রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৪ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা। এর মিনিট ছয়েক পর ভুটানের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে দারুণ এক চিপ শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।


৭৩ মিনিটে ভুটানের রক্ষণভাগের তালগোলে স্কোরলাইন ৭-০ করেন আলপি আক্তার। ৮১ মিনিটে নিখুঁত প্লেসিং শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মুঙ্কি। ৮৬ মিনিটে দলের নবম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলপির পাস থেকে মুঙ্কি নিজের চতুর্থ গোলটি করলে ব্যবধান দাঁড়ায় ১০-০।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও