রিয়ালে এমবাপ্পে একা কী করবেন
সেটা আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের আগের কথা। আর্জেন্টিনার হার কিংবা বাজে খেললে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথা খুব দেখা যেত—‘মেসি একা কী করবেন!’
রিয়াল মাদ্রিদকে নিয়েও এখন একই কথা বলা যায়। শুধু কিলিয়ান এমবাপ্পে থাকবেন মেসির জায়গায় আর বলতে হবে, এমবাপ্পে একা কী করবেন!
অবশ্য মুখ ফুটে না বললেও সমস্যা নেই। পরিসংখ্যানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, রিয়ালের আশার পাল্টা ধরে আছেন শুধু এমবাপ্পেই।
চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে পরশু রাতের ম্যাচটাই এর সাম্প্রতিকতম উদাহরণ। ৪–২ গোলে রিয়ালের হারের সে ম্যাচে দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি শট (৪) ও ড্রিবলিং (৪) তাঁর। অ্যাটাকিং থার্ডে সর্বোচ্চ ২২টি পাসও এসেছে তাঁর কাছ থেকে। আরদা গুলেরের (৬) পর সবচেয়ে বেশি গোলের সুযোগও (৩) এমবাপ্পেই তৈরি করেন এবং গোলও পেয়েছেন শুধু এই ফরাসি তারকাই। এতটুকুতেই বোঝা যায়, এমবাপ্পে অন্তত চেষ্টা করেছিলেন।
মৌসুমজুড়ে সেই চেষ্টায় এমবাপ্পে যতটকু সফল হয়েছেন, তাতে তাঁর সতীর্থরা ধারেকাছেও নেই। ২০২৫–২৬ মৌসুমে এ পর্যন্ত রিয়ালের পরিসংখ্যান দেখুন—৩৩ ম্যাচে রিয়াল এ পর্যন্ত ৭৫ গোল করেছে, তার মধ্যে ২৯ ম্যাচ খেলা এমবাপ্পে একাই করেছেন ৩৬ গোল। গোলে রিয়ালের আর কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ভিনিসিয়ুসের গোল ৭টি, জুড বেলিংহামের ৬টি।