তিনি এখনো নারকোটিস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সমন পাননি। এমনই দাবি করলেন বলিউডে মাদককাণ্ডে নাম জড়িয়ে যাওয়া অভিনেত্রী রাকুল প্রীত সিং। বুধবার রাতেই তিনি হায়দরাবাদ থেকে মুম্বাই পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নেমে ক্রমেই জোরালো হয়েছে বলিউডের মাদক-যোগের ঘটনা। বুধবার বিকেলে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিং ও সিমোন খামবাট্টাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মাদকাসক্তি ও বলিউডের মাদকযোগ সংক্রান্ত তদন্তে টিনসেল টাউনের এই পাঁচ জনকে একই দিনে জিজ্ঞাসাবাদ করবে না এনসিবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.