মানিয়ে নেওয়ার মন্ত্র

প্রথম আলো প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১১:২৯

সাফল্য-ব্যর্থতা যে অভিনয়শিল্পীদের ক্যারিয়ারে বারবার আসবে, অনেকের মতো রাকুল প্রীত সিংও তা ভালোই জানেন। এটাও জানেন, বলিউডে অনেক সময় ভালো ছবিও বক্স অফিসে ফ্লপ হতে পারে। আবার হতে পারে উল্টোটাও। এত কিছু জানার পরও বক্স অফিসে ব্যর্থতার মুখোমুখি হওয়া ভীষণ কঠিন। কিন্তু রাকুল ঠিকই রপ্ত করেছেন এই মন্ত্র। এই যেমন চলতি বছর রাকুলের ছবি ‘রানওয়ে থার্টিফোর’ ফ্লপ হয়। যদিও সমালোচকেরা অনেক প্রশংসা করেছিলেন ছবিটির। রাকুল বলেন, ‘বক্স অফিসের সাফল্য বা ব্যর্থতায় প্রভাবিত না হওয়ার চেষ্টা সব সময়ই থাকে। “রানওয়ে থার্টিফোর”-এ পাইলটের চরিত্রে অভিনয় করে এত প্রশংসা পেলাম, ছবিটি ওটিটিতেও দারুণ করল। কিন্তু বক্স অফিসে চলল না। তাই এখন বেশি কিছু ভাবি না। সত্যি বলতে, বক্স অফিস এখন আমাকে প্রভাবিত করতে পারে না। এসব নিয়ে না ভাবলেই ভালো থাকা যায়।’


কেবল রাকুলের ছবি নয়, এখন বক্স অফিসে অনেক হিন্দি সিনেমা চলছে না। অভিনেত্রী মনে করেন, সবাই মিলে কাজ করলে দ্রুতই এ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। ‘ভারতের যে প্রান্তেই ছবি তৈরি হোক, সারা দেশের দর্শকেরা সেটা দেখে। দক্ষিণের ছবি বলিউডে রিমেক হয়, বলিউডের দক্ষিণে। এখন দক্ষিণ ভারতের শিল্পী, পরিচালকেরা হিন্দিতে কাজ করছেন। আবার উল্টোটাও হচ্ছে। এভাবে সবাই মিলে কাজ করলে ভালো ফল আসবে। সত্যি বলতে, এখন যেভাবে কাজ হচ্ছে, তাতে আমি ভীষণ খুশি,’ বলেন রাকুল।


তবে বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে কাজ নিয়ে খুশি হলেও বহুল প্রচলিত ‘প্যান ইন্ডিয়া’ শব্দের সঙ্গে একেবারেই একমত নন রাকুল, ‘এই প্যান ইন্ডিয়ার মানে বুঝি না। ভারত তো একটাই দেশ। আমাদের দেশের নানা প্রান্তের যে বৈচিত্র্য আছে, এটাই আমাদের বড় শক্তি। তবে যে নামেই ডাকা হোক, এ ধরনের ছবি হওয়া খুব দরকার। আমি নিজে তথাকথিত প্যান ইন্ডিয়ান ছবির অংশ হতে পেরে খুশি।’


চলতি বছর রাকুলের ছবির তালিকা লম্বা। সেগুলোর একটি ‘কাটপুটলি’ মুক্তি পাবে ২ সেপ্টেম্বর। তবে প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এটিও একটি জনপ্রিয় তামিল ছবির রিমেক। ছবিটি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমি সব সময়ই অক্ষয় স্যারের ভীষণ ভক্ত। তাঁর কাজকে শ্রদ্ধা করি। সেটে তাঁর প্রাণশক্তি মুগ্ধ হওয়ার মতো। তিনি যেভাবে সবাইকে এক করে কাজটা করেন, সেটা দেখার মতো। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, দারুণ অভিজ্ঞতা।’


‘কাটপুটলি’ ছাড়াও ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’ ছবিতে দেখা যাবে রাকুলকে। এ ছাড়া কমল হাসানের সঙ্গে করেছেন ‘ইন্ডিয়ান টু’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও