ক্রীড়া পরিষদের সুইমিংপুল ভেঙে ৩০ তলা ভবন
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনসংলগ্ন পরিত্যক্ত সুইমিংপুলটি ভেঙে ২৫-৩০ তলাবিশিষ্ট একটি বহুমুখী ভবন (মাল্টিপারপাস বিল্ডিং) তৈরির সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে,
সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং ও এ এম নাঈমুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সুপারিশ
- ভবন নির্মাণ
- সুইমিংপুল