![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fbc5220fd-b65f-4a86-b57c-3b76bd664af8%252F_DH1210_20200922_comilla_nowab_Foyzonnesa_02.jpg%3Frect%3D0%252C78%252C1134%252C595%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অবহেলায় পড়ে আছে নওয়াব ফয়জুন্নেসার স্মৃতিজড়িত বাড়িটি
উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নওয়াব। গড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান, অকাতরে করে গেছেন সমাজসেবা। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক। এসব অবদান স্মরণ করে আজ বুধবার পালিত হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীর ১১৭তম মৃত্যুবার্ষিকী। কিন্তু কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর গা ঘেঁষে তাঁর স্মৃতিজড়িত বাড়িটি আজ অযত্ন-অবহেলায় পড়ে আছে। কারুকার্যময় বাড়ির পলেস্তারা খসে পড়ছে। উদ্যোগ নেই সংস্কারের।