![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/23/gazipur-coal-220920-01.jpg/ALTERNATES/w640/gazipur-coal-220920-01.jpg)
গাজীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুলা ধ্বংস, সরঞ্জাম নিলামে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুলা ধ্বংস করার পাশাপাশি সব সরঞ্জাম নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান, উপজেলার রায়েদ এলাকায় মঙ্গলবার বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ইউএনও বলেন, শ্রীপুরের দুই ব্যক্তি কাপাসিয়ার ওই এলাকায় বড় বড় চুল্লি বানিয়ে কয়লা তৈরি করছিলেন। তারা অবৈধভাবে গাছ কেটে কয়লা বানাচ্ছিলেন।