You have reached your daily news limit

Please log in to continue


ড্রাইভার মালেকের শৌচাগারেও আভিজাত্য, আলোচনায় লাল কমোড

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেকের ফ্ল্যাটের দরজা-শৌচাগার দেখে অনেকের চোখ কপালে! এর মধ্যে শৌচাগারের লাল হাই-কমোডের ছবি আলোচনায় এসেছে! শুধু কমোডই নয়; শৌচাগারের পানির কল, টয়লেট শাওয়ার, বদনা, মেঝে ও দেয়াল—সব জায়গায়ই আভিজাত্যের ছোঁয়া। সোমবার সরেজমিনে টঙ্গীর তুরাগের বামনেরটেক রমজান মার্কেট সংলগ্ন মালেকের বিলাসবহুল হাজী কমপ্লেক্সে গিয়ে এমনটাই দেখা গেছে। এরইমধ্যে ড্রাইভার মালেকের হাই-কমোডের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটির দাম নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে। শৌচাগারের আভিজাত্য সম্পর্কে জানতে চাইলে মালেকের ছোট মেয়ে মিমি ডেইলি বাংলাদেশের প্রতিবেদককে বলেন, বাবা নিজের পছন্দ মতো এগুলো সাজিয়েছেন। এগুলো সব উত্তরার বিভিন্ন দোকান থেকে কেনা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন