অস্ত্র ও চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসীসহ নানা অপকর্মে জড়িত থাকায় পুলিশের অভিযানে সহযোগীসহ গ্রেফতার কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লবের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহিম পল্লব দলীয় নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পল্লবের বর্তমানে কোনো পদ-পদবী না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে নেতা বনে যান। এছাড়া নিজ বাহিনী গঠন করে সিভিল সার্জন কার্যালয়ে টেন্ডারবাজি, পৌরবাজারের নিয়ন্ত্রণসহ ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। তার এসব অপকর্মে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১০ মাস, ২ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| নারায়ণগঞ্জ
১১ মাস আগে