কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতে
কাঁচা পাট রফতানি বন্ধ হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। প্রতি মেট্রিকটন কাঁচা পাট রফতানির ওপর ২৫০ মার্কিন ডলার রফতানি শুল্ক আরোপের বিষয়টিও চূড়ান্ত করেনি সরকার। চলতি বছর পাটের উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ মিলগুলোর উৎপাদন ঠিক রাখতে চাহিদার বিপরীতে কাঁচা পাটের যোগান নিশ্চিত করতে চলতি বছরের রফতানি নিরুৎসাহিত করতে প্রতি টন পাট রফতানির ওপর ২৫০ মার্কিন ডলার হারে রফতানি শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছে পাটশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ দুটি দাবির বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে তা প্রধানমন্ত্রীর মতামতের উপর নির্ভর করছে বলে জানা গেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে।
সূত্র জানিয়েছে, পাটের উৎপাদন কম হওয়া, অভ্যন্তরীণ চাহিদা মেটানো, পাট রফতানি বন্ধ করার সম্ভাব্যতা এবং রফতানি শুল্ক বাড়ানো বিষয়ে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সচিব লোকমান হোসেন মিয়া, বিজিএমসির চেয়ারম্যান এম এ রউফ, বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েনের (বিজেএসএ), বাংলাদেশ জুট এসোসিয়েশন নেতৃবৃন্দসহ পাটচাষী, কাঁচা পাট রফতানিকারক, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.