বিলাওয়ালের ফোন, বিরোধীদের বৈঠকে যোগ দেবেন নওয়াজ
পাকিস্তানের সরকার-বিরোধী দলগুলো কাল রোববার এক সম্মেলনের (এমপিসি) আয়োজন করেছে। প্রায় ১০ মাস ধরে যুক্তরাজ্যে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (৭০) এতে অংশ নেবেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি তাঁকে এই বৈঠকে অংশ নিতে ফোন করেন। পিপিপি এ বৈঠকের আয়োজক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পিপিপির নেতা বিলাওয়ালের এক টুইট বার্তা নিয়ে আজ শনিবার প্রতিবেদন প্রকাশ করে। নওয়াজকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার রাতে টুইট করেন বিলাওয়াল ভুট্টো। এতে বলা হয়, তিনি শুক্রবার রাতেই নওয়াজের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলনে অংশ নিতে তাঁকে আমন্ত্রণ জানান।